ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দাম বাড়ল বিদ্যুতের

কঠিন হবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ

সম্পাদকের কলম

 প্রকাশিত: মার্চ ০৩, ২০২৪, ০৮:৪৫ রাত  

আবারো সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। সাধারণ মানুষের জন্য এ যেন মড়ার ওপরে খাঁড়ার ঘা। এমনিতে নিত্যপণ্যের দাম চড়া হওয়ায় নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত পর্যন্ত নাভিশ্বাস অবস্থা। বিদ্যুতের দাম বাড়ায় নিত্যপণ্যের ওপর প্রভাব পড়বে না তা বলা ঠিক হবে না। নিশ্চিতভাবেই পড়বে। 

আগেও বিদ্যুতের দাম বাড়ানোর আগে সরকারের পক্ষে বলা হয়েছে, ভর্তুকি কমানোর জন্য দাম বাড়ানো। এবারও একই কথা বলা হয়েছে। ভবিষ্যতে আবারও বাড়ানো হলে এই একই কথ বলা হবে। প্রশ্ন হলো বিদ্যুতে সরকার সাফল্য দেখালেও, এখানের অনিয়ম-দুর্নীতি কমাতে পারেনি। বিদ্যুত খাতের দুর্নীতিই বিদ্যুৎ উৎপাদনসহ বিদ্যুতে সিসটেম লসের নামে যে দুর্নীতি তা নিয়ে জল্পনা-কল্পনা রয়েছে। গ্যাসের হাজার হাজার অবৈধ সংযোগ যেমন সরকারের জন্য বড় একটি সমস্যা, তিতাসের দুর্নীতিবাজরা গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে বিপুল অর্থ পকেটস্থ করে। তেমনি দেশের বড় বড় শিল্প-কলকারখানায় সত্যিকারের কতটুকু বিদ্যুৎ ব্যবহার হয়, আর কারসাজির মাধ্যমে কতটুকু দেখানো হয়, যা বিদ্যুতের লোকজনের সহায়তা করা হয়। অনেক বিদ্যুৎ ব্যবহার করা হলেও সরকারের কোষাগারে তার ন্যায্য দাম কতটা আসছে, তা নিয়ে কিন্তু বিশাল প্রশ্ন আছে। বিদ্যুতের লোকজন সিসটেম লস দেখিয়ে নিজেদের 

দুর্নীতি ধামাচাপা দেয়। বর্তমানে বিদ্যুতে প্রিপেইড মিটার ব্যবহার বেড়েছে। এতেও নাকি চুরির পথ বের করে ফেলেছে বিদ্যুতের লোকজন। বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নিয়ে এন্তার অভিযোগ রয়েছে। 

মোট কথা-বিদ্যুতে সরকার প্রতি বছর বিপুল অংকের ভর্তুকি দিয়ে গেলেও সেই ভুর্তকির সুবিধা সাধারণ মানুষের চেয়ে যারা বেশি বিদ্যুৎ ব্যবহার করেন এবং বিদ্যুতের দুর্নীতিবাজ ব্যক্তিরা পাচ্ছেন। এর পরিবর্তন ঘটাতে না পারলেও বিপুল ভর্তুকি দিয়েও খুব লাভ হবে না বলে বিশেষজ্ঞরা মনে করেন। সরকারের উচিত হবে এ দিকটায় বিশেষ নজর দেওয়া। আমাদের মনে হয়, ঠিকমতো নজর দেওয়া হয়নি। 

পরিশেষে আমরা বলবো, বিদ্যুতের দাম বাড়ানোর ফলে অনেক কিছুতেই এর বিরূপ প্রভাব পড়বে। উৎপাদন খাতে পড়বে সবচেয়ে বেশি, তাতে নিত্যপণ্যের দাম সরকার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর কারণে পারবে কিনা বলা মুশকিল।

দৈনিক সরোবর/এএস