ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

মারা গেলেন অভিনেতা দেব মুখোপাধ্যায়

বিনোদোন ডেস্ক

 প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৮:৩৮ রাত  

অভিনেতা দেব মুখোপাধ্যায় মারা গেছে। শোকের ছায়া নেমে এসেছে বলিউডের মুখার্জি পরিবারে। তিনি কাজল-রানির প্রিয় চাচা হিসেবে পরিচিত বর্তমান প্রজন্মের কাছে। পুরো মুখার্জি পরিবারকে এতদিন বাড়ির কর্তা হিসেবে আগলে রেখেছিলেন। আজ তিনি অনন্তের পথে পাড়ি জমালেন দেব মুখোপাধ্যায়।

জানা গেছে, মাস খানেক ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন দেব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৩ বছর। আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আজই দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে জুহুর পবনহংস শ্মশানে।

রানি-কাজলের পাশাপাশি অজয় দেবগণ, তনুজা, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রারা তার শেষকৃত্যে যোগ দেবেন। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাছে রণবীর-আলিয়া বরাবরই পরিবারের মতো। জানা গেল, এই কঠিন সময়ে বাবার মৃত্যুশোকে মূহ্যমান অয়নকে তারাই সান্ত্বনা দিচ্ছেন। বিকেলে শেষকৃত্যেও যাওয়ার কথা তাদের।

দেব মুখোপাধ্যায় বলিউডে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন । ‘আঁশু বন গ্যয়ে ফুল’, ‘অভিনেত্রী’, ‘দো আঁখে’, ‘বাতো বাতো মে’, ‘কামিনে’, ‘গুদগুদি’র মতো সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। ছেলে অয়নও স্বনামধন্য পরিচালক। জীবনের শেষ দিন পর্যন্ত চলচ্চিত্র পরিবারের সদস্য দেব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া।

দৈনিক সরোবর/ইএইচপি