গণতান্ত্রিক ছাত্র সংসদের এক সংগঠকের সদস্যপদ স্থগিত
সরোবর প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ০৬, ২০২৫, ০৫:৫৪ বিকাল

ভুল তথ্য ছড়িয়ে মব উসকে অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় এক নেতার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজহারুল ইসলামের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান এক জরুরি নোটিশে এ তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্গানোগ্রামের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসাথে কাজী মাজহারুল ইসলামকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে তাকে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওই নোটিশে জানানো হয়েছে। তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা
দৈনিক সরোবর/এএস