গাজায় হামলা বন্ধে শান্তি সম্মেলন, থাকছেন যারা
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ০৩:৪৪ দুপুর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৪ দিনে ইসরাইলের বিমান হামলায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এবার ইসরাইল-হামাসের এ সংঘাত বন্ধে আজ মিসরের কায়রোতে বসছে শান্তি সম্মেলন। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ সউকরি জানান, গাজা উপত্যকায় মানবিক সহায়তা সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সম্মেলন।
যদিও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, জাপানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
এই সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, জর্ডানের রাজা আবদুল্লাহ, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, কুয়েতের যুবরাজ শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিদেস, দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিনসহ আরো অনেকে। তথ্য সূত্র: আলজাজিরা
দৈনিক সরোবর/এএস