সমুদ্রে ইতালিমুখী এক হাজার অভিবাসন প্রত্যাশী বিপদে
সরোবর ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৭:১৯ বিকাল

ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রে বিভিন্ন নৌকায় ভাসতে থাকা এক হাজারের বেশি অভিবাসন প্রার্থী বিপদে রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।
কোস্ট গার্ড আরো জানিয়েছে, তাদের ড্রোন ও বিমান থেকে সংগ্রহ করা তথ্য বলছে ইতালিমুখী আর ২০টির বেশি নৌকা সাগরে ভাসছে। আবহাওয়া খারাপ হলে তাদের বিপদে পড়ার শঙ্কা রয়েছে।
ইতালির দক্ষিণাঞ্চলীয় এলাকা কালাব্রিয়ার গভর্নর রবের্তো অচিউতো জানিয়েছেন, ১৩০০ অভিবাসন প্রার্থী বিভিন্ন নৌকায় বিপদে আছে বলে চিহ্নিত করা গেছে।
এরমধ্যে একটি নৌকা থেকেই পাঁচশ’র মতো অভিবাসন প্রার্থীকে উদ্ধারের চেষ্টা করছে কোস্ট গার্ড সদস্যরা । এছাড়াও আরো কয়েকটি নৌকা থেকে ৮০০ অভিবাসন প্রার্থী ভাসছে। সূত্র: রয়টার্স
দৈনিক সরোবর/ আরএস