কয়েক দফা কমার পর সোনার দামে বড় লাফ
প্রকাশিত: মার্চ ০৪, ২০২৫, ০৮:৩৮ রাত

টানা তিন দফা কমার পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম তিন হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে এক লাখ ৫১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করেছে।
মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।
সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা।
দৈনিক সরোবর/ইএইচপি