ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

নতুনভাবে চিহ্নিত হচ্ছে বাংলাদেশ 

সম্পাদকের কলম

 প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩, ০৭:০৯ বিকাল  

আগামী সেপ্টেম্বর মাসে দেশের কয়েকটি মেগাউন্নয়ন প্রকল্প চালু হতে যাচ্ছে। ফলে দেশের উন্নয়নের দুয়ার আরও প্রসারিত ও বিস্তৃত হবে। এগুলো মানুষের জীবন-মান বদলে দিতে বিশেষ অবদান রাখবে নিশ্চিতভাবে। বর্তমান সরকার যেভাবে দেশকে এগিয়ে নিতে এবং উন্নতি ঘটাতে কাজ করছে, তা ঈর্ষণীয় বলা চলে।

কোনো দেশের উন্নয়ন দেখে সরকারের বিপক্ষ শক্তি উষ্মা প্রকাশ করেছে, সাধারণত এটি দেখা যায় না। কিন্তু বাস্তব হলেও সত্য যে, আমাদের দেশে এটি ঘটেছে। সরকারের গৃহীত উন্নয়ন মেগাপ্রকল্প নিয়ে সরকারের বিপক্ষ শক্তি নানাভাবে সরকারকে কাঠগড়ায় দঁড়ানোর চেষ্টা করেছে। অবশ্য সরকার এতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা থেকে পিছু হটেনি, বরং আরও উন্নয়ন শক্তি নিয়োগ করেছে। 

কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেপ্টেম্বরে। এটিই হবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম টানেল। এ ছাড়া ঢাকা-কক্সবাজার সরাসরি রেলসংযোগও চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে পর্যটকসহ সাধারণ যাত্রীদের যাতায়াতব্যবস্থা আরেক ধাপ এগিয়ে যাবে বলে মনে করে সরকার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশও (বিমানবন্দর-ফার্মগেট) খুলে যাবে। অক্টোবরে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের একাংশ। এ টার্মিনাল নির্মাণ করা হচ্ছে বিশ্ববিখ্যাত লন্ডনের হিথ্রো, নিউইয়র্কের জন এফ কেনেডি, সিঙ্গাপুরের চেঙ্গি, আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের আদলে। ডিসেম্বরের মধ্যে চালু হবে পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্প। এর মাধ্যমে আরেকটি স্বপ্নের বাস্তবায়ন ঘটবে বাঙালি জাতির।

দ্বাদশ জাতীয় নির্বাচনের ৬ মাসের মতো বাকি। নির্বাচনে জয়ী হওয়ার জন্য আওয়ামী লীগের জন্য বড় নিয়ামক হয়ে উঠকে সেপ্টেম্বরে মেগাপ্রকল্পগুলো খুলে দেওয়ায়। সরকার টানা ১৪ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে দেশের যে অভাবনীয় উন্নয়ন করেছে, তাও ভোটাররা বিবেচনায় নেবে। এতা উন্নয়ন মেগাপ্রকল্প একসঙ্গে চালু হওয়ার নজির অতীতে বাংলাদেশে কখনো ঘটেনি। এবারই প্রথম সেটি ঘটতে যাচ্ছে। এটি দেশের মানুষের জন্য কত বড় আনন্দের খবর, তা এক কথায় বোঝানো মুশকিল। বাংলাদেশকে নতুনভাবে চিহ্নিত করতে সাহায্য করবে সেপ্টেম্বরে চালু হওয়া উন্নয়ন প্রকল্পগুলো। উন্নয়নের যে বিশাল দুয়ার আমাদের সামনে খুলতে যাচ্ছে, এ জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সাধুবাদ জানাই।

দৈনিক সরোবর/আরএস