ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বাড়ি উপহার পাওয়ার আশ্বাসে বন্ধুকে খুন

বগুড়া প্রতিনিধি

 প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০৫:০৮ বিকাল  

নতুন একটি বাড়ি উপহার পাওয়ার আশ্বাসে বগুড়ার শিবগঞ্জে ইয়াবা সেবন করিয়ে ট্রাকচালক রুবেল মিয়াকে হত্যা করে তারই বন্ধু মিনহাজুল (২৪)।

বৃহস্পতিবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার পর র‍্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে এ কথা বলেন আসামি।

গ্রেপ্তার মিনহাজুল শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ চাউলিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। শুক্রবার বিকেলে তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এরআগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চাওলাপাড়া গ্রামে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজিয়ে রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পরদিন বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রুবেলের স্ত্রী সীমা বেগম ও বন্ধু খাইরুলকে গ্রেপ্তার করা হয়। নিহতের মা জমিলা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। বৃহস্পতিবার পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আজ র‍্যাব-১২ বগুড়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার মিনহাজুল তার এক সহযোগীকে নিয়ে রুবেলের বাড়িতে যান। এ সময় তারা ইয়াবাও নিয়ে যান। তিনজন মিলে ইয়াবা সেবনের পর মিনহাজুল ও তার সহযোগী রুবেলকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

র‍্যাবে-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (এসপি) মীর মনির হোসেন বলেন, মিনহাজুল ও তার সহযোগীকে তৃতীয় একটি পক্ষ বাড়ি উপহার দেওয়ার প্রলোভন দিয়ে হত্যাকাণ্ডটি ঘটায়। মিনহাজুল ও নিহত রুবেল প্রতিবেশী এবং বন্ধু। সেই সুবাদে তারা প্রায়ই একসঙ্গে মাদক সেবন করতেন।

এসপি মীর মনির হোসেন আরো বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মিনহাজুলের সহযোগীর পরিচয় তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

দৈনিক সরোবর/এএস