শৈলকুপার গড়াই নদী পাড় থেকে ধরা পড়েছে বিশালাকার একটি কুমির
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৮:৪৯ রাত

ঝিনাইদহের শৈলকুপার গড়াই নদী থেকে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কুমির।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের গড়াই নদী পাড়ের সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের খিলাফত মেম্বারের বাড়ীতে উঠে আসছিল। এসময় গ্রামবাসী দেখতে পেয়ে মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে।
এলাকাবাসী জানায়, গড়াই নদী থেকে প্রায় ৪শ ফুট উপরে ৬ নম্বর ওয়ার্ড মেম্বার খিলাফত মিয়ার বাড়ীর দিকে যাচ্ছিল কুমিরটি। সে সময় পাতার উপর দিয়ে যাওয়া অবস্থায় খড়-মড় আওয়াজ শুনে এলাকাবাসী কুমিরটিকে দেখতে পায়। এরপর মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করা হয়। পরে কুমিরটিকে মজবুত করে বেঁধে এলাকায় আনন্দ মিছিল করে এলাকাবাসী ।
এলাকাবাসী আরও জানায়, দীর্ঘ দুই মাস ধরে আমরা গড়াই নদী পাড়ের মানুষ কুমির আতঙ্কে ছিলাম। কুমিরটা প্রায় ৮-১০ ফুট লম্বা হবে। তবে পুরুষ না মহিলা তা জানা সম্ভব হয়নি। তবে আরো কমপক্ষে দুইটা কুমির আছে বলে ধারনা করছি।
শৈলকূপা বন বিভাগের কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, কুমিরটি এলাকাবাসী ধরে খুলমবাড়িয়া স্কুল মাঠে রাখে। তারপর ভ্যানে করে শৈলকূপা থানায় আনা হয়। পরবর্তীতে যশোর বন বিভাগের কর্মকর্তারা কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়।
দৈনিক সরোবর/এএস