ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

শেরপুর প্রতিনিধি

 প্রকাশিত: মার্চ ০৯, ২০২৫, ০৪:২৮ দুপুর  

শেরপুরের নকলা উপজেলায় এক বৃদ্ধকে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে নকলা উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নকলা থানার ওসি হাবিবুর রহমান।

গ্রেপ্তার ৬০ বছর বয়সী চান মিয়া ওরফে লছা মিয়ার সঙ্গে ওই শিশুটির প্রতিবেশি দাদা-নাতনি সম্পর্ক।

রোববার লছা মিয়াকে আদালতে পাঠানো হলে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে চান মিয়া শিশুটিকে ‘মজা খাওয়ানোর’ কথা বলে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে ২০ টাকা হাতে দিয়ে শান্ত করার চেষ্টা করেন।

টের পেয়ে শিশুটির মা ভুট্টা ক্ষেতে গিয়ে দেখেন ভুক্তভোগী শিশুটি মাটিতে কাতরাচ্ছে। শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালাচ্ছেন চান মিয়া।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে চান মিয়া শিশু প্রতিবেশি নাতনিকে মজা খাওয়নোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করার উদ্যেশে কিছু কিনে খাওয়ার জন্য ২০ টাকা হাতে দেয়।

শিশুটির মা পরিবারের লোকজনদের সঙ্গে ধর্ষণের বিষয়টি নিয়ে আলোচনা করলে শিশুর বাবা নকলা থানায় গিয়ে মামলা দায়ের করেন।

পরে চান মিয়া এলাকার বিভিন্ন জনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপোস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে শিশুটির বাবা থানায় মামলা করেন।

ওসি হাবিবুর রহমান বলেন, শিশুকে ধর্ষণে থানায় মামলা হলে অভিযান চালিয়ে রাতেই চান মিয়াকে (লছা মিয়া) গ্রেপ্তার করা হয়।

ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

দৈনিক সরোবর/ইএইচপি