ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

গাইবান্ধায় বাস-ট্রাক-বাইক ত্রিমুখী সংঘর্ষ, ৩ আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

 প্রকাশিত: জানুয়ারী ১৬, ২০২৩, ১১:১৮ দুপুর  

ফাইল ফটো

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক ও দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কর চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার, মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, রংপুরের দিকে যাচ্ছিল ঢাকা থেকে আসা বরকত পরিবহনের একটি বাস। পথে চৌমাথা মোড়ে পৌঁছলে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রণহীন বাসটির সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো দুজন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেলেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বাস ও ট্রাক।

দৈনিক সরোবর/এমকে