ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

নরসিংদীতে ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না কাল

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ০৪, ২০২২, ১০:৪৬ দুপুর  

ফাইল ফটো

গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য আগামীকাল (শনিবার, ৫ নভেম্বর) দুপুর থেকে নরসিংদী শহরে টানা ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার জরুরি গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনে কন্ট্রোল ভাল্ব স্থাপনের জরুরি কাজের জন্য শনিবার (৫ নভেম্বর) দুপুর ২টা থেকে রবিবার (৬ নভেম্বর) ভোর ৫টা পর্যন্ত মোট ১৫ ঘণ্টা ঘোড়াদিয়া, দাশপাড়া, শাহেপ্রতাব, চিনিসপুরসহ সমগ্র নরসিংদী শহর এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এ ছাড়াও শিলমান্দি, পার্চদোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

দৈনিক সরোবর/এমকে