শাহজাদপুরে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝিনাইদহের ইসরাফুল নিহত
প্রকাশিত: মার্চ ০৪, ২০২৫, ০৯:১১ রাত

রাজধানীর শাহজাদপুরের বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত মজুমদার ভিলায় থাকা একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছে চার জন।নিহতের চারজনের মধ্যে পরিচয় মিলেছে ইসরাফুল আলমের।নিহত ইসরাফুল আলম (৩৫) এর বাড়ি ঝিনাইদহ সদরের আরাপপুরে।
নিহতের স্বজনেরা জানান, ইসরাফুল আলম (৩৫) পরিবার নিয়ে রাজধানীর দক্ষিণ কুড়িল এলাকায় থাকতেন। তাঁর স্ত্রীসহ এক বছর ও দুই বছর বয়সী দুটি মেয়ে আছে। তিনি ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন। ব্যবসায়িক কাজে ওই দিন হোটেলটিতে অবস্থান করছিলেন তিনি।
নিহতের ভাই জাহাঙ্গীর আলম অনিক বলেন, ‘ঘটনার দিন তাঁকে ফোন দিয়ে পাওয়া যায়নি। পরে বিভিন্ন মাধ্যমে খোঁজ করি। কোনো খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসের কাছে নিহতদের ছবি দেখে শনাক্ত করি।
গুলশান থানা-পুলিশ জানিয়েছে, শাহজাদপুরে আগুনের ঘটনায় নিহত চারজনের মধ্যে আরও একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁর নাম ইসরাফুল আলম (৩৫)। তাঁর বাড়ি ঝিনাইদহ সদরে। নিহতের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক সরোবর/এএস