রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দুই শিশুর মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৪:৩২ দুপুর

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উখিয়া ১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুলও একইরকম তথ্য জানিয়েছেন।
দৈনিক সরোবর/এএস