ট্রাকচাপায় গাইবান্ধায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ০৯, ২০২৪, ০৮:২২ রাত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার বিকেলে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান। তিনি বলেন, ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
দৈনিক সরোবর/এএস