বিপিএলের আগামী তিন বছরের সূচি ঘোষণা
প্রকাশিত: জুলাই ১৭, ২০২২, ০৫:৪৯ বিকাল

ছবি: সংগৃহীত
আগামি তিন বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নবম আসর থেকে দল বেড়ে যাবে। এটি হবে সাতটি। যদিও এর আগেও সাতটি দল নিয়ে বিপিএলের আসর মাঠে গড়িয়েছে।
রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বর্তমান বোর্ডের পঞ্চম সভা শেষে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ঘোষিত সূচি অনুসারে বিপিএলের নবম আসর মাঠে গড়াবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দশম আসর মাঠে গড়াবে ২০২৪ সালের ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে। আর একাদশতম আসর গড়াবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে।
উল্লেখ্য, ২০১২ সালে বিপিএলের প্রথম আসর মাঠে গড়ায় ৬টি দলকে নিয়ে। সেবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে।
এরপর দ্বিতীয় আসর গড়ায় ২০১২-১৩, তৃতীয় আসর ২০১৫-১৬, চতুর্থ আসর ২০১৬-১৭, পঞ্চম আসর ২০১৭-১৮, ষষ্ঠ আসর ২০১৮-১৯, সপ্তম আসর ২০১৯-২০ ও সবশেষ অষ্টম আসর ২০২১-২২ সালে মাঠে গড়ায়। প্রথম, তৃতীয় ও অষ্টম আসরে ৬টি দল নিয়ে অনুষ্ঠিত হয় বিপিএল। কিন্তু বাকি পাঁচটি আসরে সাতটি দল অংশগ্রহণ করে। সবশেষ আসরের চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দৈনিক সরোবর/এমকে