রক্তাক্ত বিছানার ছবি দিয়ে কী বুঝালেন পরীমনি?
প্রকাশিত: জানুয়ারী ০১, ২০২৩, ১০:৩৮ দুপুর

ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছেন এ নায়িকা।
রবিবার ভোররাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রক্তাক্ত বিছানার ছবি শেয়ার করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান ঢালিউড অভিনেত্রী পরীমনি। সঙ্গে জুড়ে দিন “আগামীকাল প্রেস কনফারেন্স.... লোডিং’।
এই ছবি শেয়ার করার পরই তার ভক্তকূল সংশয় প্রকাশ করেছেন। অনেকে জানতে চেয়েছেন কী হয়েছে। তবে ভক্তকূলের কোনো মন্তব্যের সাড়া দেননি পরীমনি। তবে কিছুদিন আগে তার আঙুল কেটে গিয়েছিলো হয়তো সেখানেই আবার কিছু হয়েছে কেউ কেউ এমন ধারণাও করছেন আবার কেউ লিখেছেন এটা মশা মারার রক্ত।
প্রসঙ্গত, বছরের শেষদিন গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে হইচই ফেলে দেন পরীমনি। ওই পোস্টে রাজকে জীবন থেকে ছুটি দেওয়ার কথা জানান ঢাকাই সিনেমার এ আলোচিত নায়িকা।
এ বিষয়ে একটি সংবাদমাধ্যমে পরীমনি বলেন, এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেবো।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’
দৈনিক সরোবর/এমকে