ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

মেক্সিকোর সৈকতে তানজিন তিশা

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ১২:৩৯ রাত  

অভিনেত্রী তানজিন তিশা

কিছুদিন আগেই কাশ্মীর গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ডাল লেক, পাহালগামসহ কাশ্মীরের দৃষ্টিনন্দন সকল জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিশা। সেসব ছবি সামাজিকমাধ্যমে শেয়ারের পর নেটিজেনদের প্রচুর প্রতিক্রিয়া পেয়েছিলেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তানজিন তিশা। নিউইয়র্ক থেকে একের পর এক ছবি পোস্ট করছেন। আর পাশের দেশ মেক্সিকো সমুদ্র সৈকত থেকে আকর্ষণীয় লুকে ছবি পোস্ট করে নেটিজেনদের চোখ কপালে তুলে দিয়েছেন এ অভিনেত্রী।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) পোস্ট করা ছবিগুলো মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকানের সৈকতে তোলা। অবশ্য কার সঙ্গে সমুদ্র সৈকতে গিয়েছেন সে সম্পর্কে জানাননি অভিনেত্রী। শুটিং সংক্রান্ত কোনো কাজে গিয়েছেন নাকি শুধুই অবকাশ সেটাও উল্লেখ করেননি।  

ক্যাপশনে লেখেন, ‘হেই মাই লাভ। ’ নেটিজেনরা এই ক্যাপশন ধরেই প্রশ্ন তুলেছেন কার সঙ্গে গিয়েছেন।  অবশ্য ছবিতে ভালোবাসার ইমোজি যুক্ত করতে কেউ ভুলছেন না।  

দৈনিক সরোবর/এমকে