ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

‘মা’-এ মুগ্ধ পরীমনি

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ১০:২৫ দুপুর  

ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমনি। বর্তমানে অন্তঃসত্ত্বা তিনি। এ কারণে সিনেমার কাজ থেকে আপাতত দূরে থাকলেও ভক্ত-অনুরাগীদের থেকে একদমই দূরে নেই এ অভিনেত্রী।

পরীমনি সব সময় ভক্ত-অনুরাগীদের সঙ্গে ক্যারিয়ার ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় ভাগ করে নেন। মন খারাপ, ভালো লাগা, সুখ-দুঃখের বিভিন্ন স্মৃতি ও ক্যারিয়ারের নানাদিক তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। এভাবেই শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে থাকেন তিনি।

এ অভিনেত্রী মাত্র তিন বছর বয়সেই মা হারান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। ছোট বেলায় মা হারা হয়ে নানা-নানির কাছে বেড়ে উঠেন তিনি। পরবর্তীতে তার বাবারও মৃত্যু হয়। আর মা-বাবার অনুপস্থিতিতে নানা-নানিই সবকিছু পরীর কাছে।

পরীমনি ছোট বেলায় মা-বাবা হারালেও ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে অনেক মানুষকে পাশে পেয়েছেন। তাদের কারো কারো ভালোবাসায় কখনো ‘মা’ এর আদরও খুঁজে পান তিনি। তেমনই একজন অভিনেত্রী শিল্পী সরকার অপু।

শিল্পী সরকার অপু নিজ হাতের রান্না করা খাবার নিয়ে এসেছিলেন পরীমনির বাসায়। শুধুই খাবার নিয়ে নয়। সঙ্গে ফুল, এক জোড়া শাড়ি ও জামাও ছিলো। আর এসব ভালোবাসায় যে পরী মুগ্ধ, তা তার স্ট্যাটাসেই স্পষ্ট।

বুধবার (২৭ জুলাই) দিবাগত রাতে পরীমনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এসবের কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “আজ মা এসেছিল তার হাতের এত্ত পদের রান্না করা খাবার নিয়ে। শুধু কি রান্না! ফুল, এক জোড়া শাড়ি, জামা আর এত্তগুলো আদর!”

উপহার হিসেবে নিয়ে আসা শাড়ি পড়ার পর পরী আরো লিখেছেন, “মা শিল্পী সরকার অপু। এই মাকে আমি পেয়েছি স্বপ্নজাল থেকে। এমন করেই আদর দিও বাকি জীবন। আমি তোমাকে অনেক ভালোবাসি।”

দৈনিক সরোবর/এমকে