ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

‌গোপালগ‌ঞ্জে হত‌্যা মামলায় তিন আসামীর মৃত‌্যুদন্ড

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি

 প্রকাশিত: জুলাই ১০, ২০২৩, ০৮:১৪ রাত  

গোপালগ‌ঞ্জে লুৎফর মোল‌্যা হত‌্যা মামলায় তিন আসামী‌কে মৃত‌্যুদ‌ন্ডের রায় দি‌য়ে‌ছে অতিরিক্ত দায়রা জজ আদালত। একই সা‌থে ওই আসামী‌কে পাঁচ হাজার টাকা ক‌রে অর্থদ‌ন্ডে দ‌ন্ডিত করা হ‌য়ে‌ছে।

সোমবার দুপু‌রে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদাল‌তের বিচারক মাকসুদুর রহমান এ রায় দেন।

মৃত‌্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হ‌লো, জেলার টু‌ঙ্গিপাড়া উপ‌জেলার চরকুশলী গ্রা‌মের আলমগীর শিকদা‌রের বাড়ীর ভাড়া‌টিয়া খুলনা জেলার দা‌কোপ থানার আমতলা উত্তরপাড়া গ্রা‌মের‌ মো. শ‌ফি হাওলাদার ওর‌ফে শ‌ফিউ‌দ্দিন হাওলাদা‌রের ছে‌লে ম‌ফিজুর রহমান ওর‌ফে মাহফুজ ওর‌ফে মো. ম‌ফিজ হাওলাদার (৩৩), চরকুশলী গ্রা‌মের মো. পান্নু শিকদা‌রের ছে‌লে মো. আব্দুল্লাহ শিকদার (১৯) ও একই গ্রা‌মের মো. মন্টু শিকদা‌রের ছে‌লে মো. সা‌জেদুল ইসলাম (২৩)।

মামলার বিবর‌ণে জানা ‌গে‌ছে, গত ২০২১ সা‌লের ৭ অক্টোবর বি‌কেল আনুমা‌নিক সা‌ড়ে ৫ টার সময় লুৎফর মোল‌্যা নিলফা বাজা‌রে যায়। তি‌নি নিলফা বাজা‌রের ব‌্যবসায়ী‌দের ব‌্যবসা করার জন‌্য টাকা দি‌তেন। রাত সোয় ৭টার দি‌কে ওই বাজা‌রের পাট ব‌্যবসায়ী ছিকু শিকদার প‌নের হাজার টাকা নেন। রাত পৌ‌নে ১০টার দি‌কে টাকাসহ তি‌নি নিলফা বাজার থে‌কে সোনা খাঁর ভ‌্যা‌নে ক‌রে চরকুশলী গুচ্ছ গ্রা‌মে র‌বিউ‌লের চা‌য়ের দোকা‌নে যায়। সেখা‌নে চা, পান খাওয়ার সময় রাত ১০টা ১০‌ মি‌নি‌টে তার মোবাইল ফো‌নে এক‌টি কল আসে। তখন তি‌নি পা‌য়ে হে‌টে বাড়ীর দি‌কে রওনা হন। রাত পৌ‌নে ১১টার দি‌কে স্থানীয় সোলায়মান শিকদা‌রের বাগা‌নে কে বা কারা তাকে কোপাইয়া ফে‌লে রে‌খে যায়। তার মাথা, মুখ ও চো‌খে একা‌ধিক কো‌পের চিহৃ ছি‌লো। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ এ‌সে লুফর মোল‌্যা‌কে মৃত দেখ‌তে পান। পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে গোপালগঞ্জ সদর হাসপাতাল ম‌র্গে ময়না তদ‌ন্তের জন‌্য লাশ পাঠায়।

এ ঘটনায় নিহত লুফর মোল‌্যার ছে‌লে স‌জিব মোল্লা বাদী হ‌য়ে টু‌ঙ্গিপাড়ায় থানায় এক‌টি হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন।

২০২১ সা‌লের ৩০ ন‌ভেম্বর মামলার তদন্ত কর্মতর্তা ও টু‌ঙ্গিপাড়া থানার প‌রিদর্শক এ কে এম সুলতান মাহমুদ মৃত‌্যুদন্ডপ্রাপ্ত ওই তিন আসামীর ১৬৪ ধারায় জবানব‌ন্দি রেকর্ড ক‌রে তা‌দের‌কে প্রাথ‌মিকভা‌বে দোষী সাব‌্যস্থ ক‌রে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।

২০২২ সা‌লের ২০ ফেব্রুয়ারী আদালত কর্তৃক ওই তিন আসামীর বিরু‌দ্ধে দন্ড‌বি‌ধির ৩০২/৩৪ ধারায় অ‌ভি‌যোগ গঠন করা হয়।

সোমবার অ‌তি‌রিক্ত দায়রা জজ মাকসুদুর রহমান পেনাল কোড, ১৮৬০ এর ৩০২  ও তৎসহ প‌ঠিত ৩৪ ধারার অপরা‌ধে দোষী সাব‌্যস্ত ক‌রে প্রত্যেক‌কে মৃত‌্যুদন্ড ও ৫ হাজার টাকা ক‌রে অর্থদন্ডের রায় প্রদান ক‌রেন।

রাষ্ট্রপ‌ক্ষে মামলা‌টি প‌রিচালনা ক‌রে পি.পি সুভাষ জয়ধর আর আসামী প‌ক্ষে অ‌্যাড‌ভো‌কেট দ্বীপংকর বালা অনি‌তোষ ও মো.আবু সু‌ফিয়ান মোল‌্যা।

দৈনিক সরোবর/আরএস