ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

মাদক সেবনের দায়ে কেরানীগঞ্জে ৫ জনকে জেল 

কেরানীগঞ্জ প্রতিনিধি:

 প্রকাশিত: মে ০৯, ২০২৩, ০৮:০৪ রাত  

ছবি: প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম‌্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার কালন্দি ইউনিয়নের  চড়াইল মাঠ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আমেনা মারজান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  পরিদর্শক মো. শাহজালাল ভূইয়া।

অভিযান চলাকালে আজহারের রিক্সার গ্যারেজে মাদক সেবনকালে হাতেনাতে পাঁচ মাদকসেবিকে আটক করে তাৎক্ষণিকভাবে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।  
 
দণ্ডিতরা হলো- দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলাম বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রাসেল (৩৫), আঃ রহমানের ছেলে সাইফুল মিয়া (৪২), ইব্রাহিম হাওলাদারের ছেলে নুর আলম হাওলাদার (২৭), সফিকুল ইসলামের ছেলে আসাদুল মোল্লা (৩০) ও ঢাকার কোতয়ালী থানাধীন ১০/৬ নায়াবাজার এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে দুলাল হোসেন (৩৫)। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায়  পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রাদন করা হয়েছে। চলমান এই অভিযান অব্যাহত থাকবে।