ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি

 প্রকাশিত: এপ্রিল ০৭, ২০২৩, ০৭:১১ বিকাল  

চট্টগ্রামে পাহাড় ধসে তিনজনের মৃত্যু হয়েছে। চাপা পড়ে আছেন বেশ কয়েকজন। শুক্রবার বিকালে চট্টগ্রামের আকবার শাহ থানার বেলতলি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালা করছে ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক। 

তিনি বলেন, ‘আমরা কাজ করছি। উদ্ধার অভিযানের পর বিস্তারিত বলা যাবে।’

দৈনিক সরোবর/ আরএস