৫ সন্তান জন্ম দিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা নারী
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০৩:৪৪ দুপুর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী। ভূমিষ্ঠ হওয়া নবজাতকেদের মধ্যে একজন মারা গেছে। বাকি চার নবজাতককে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় এনআইসিইউতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে নরমাল অবস্থায় একে একে পাঁচটি সন্তান জন্ম দেন ওই নারী।
গাইনী ওয়ার্ডের ডিউটিরত চিকিৎসক ডা. মাশরিমা মোর্শেদ মিশি জানান, ওই নারী সকালে গাইনী ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের প্রধান অধ্যাপক ডা. সুলতানা আফরোজ শিলার তত্ত্বাবধানে ভর্তি হয়।
মাশরিমা মোর্শেদ আরো জানান, ওই নারী বাচ্চার হাত বের হওয়া অবস্থায় নরসিংদী থেকে আজকে সকালেই গাইনী ওয়ার্ডে ভর্তি হয়। পরে নরমাল অবস্থায় একে একে পাঁচটি সন্তান প্রসব করেন। নবজাতকদের ওজন খুবই কম ছিল। দ্রুত তাদের হাসপাতালের এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন এক মেয়ে নবজাতক মারা যায়। বাকি চারজনের অবস্থাও ক্রিটিক্যাল। তবে মায়ের অবস্থা ভালো আছে।
নবজাতকদের মা গৃহিণী মনসুরা আক্তার জানান, তাদের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার বান্ধারিয়া গ্রামে। আড়াই বছর আগে সিএনজি চালক মামুনের সঙ্গে তাঁর বিয়ে হয়।
মনসুরা জানান, এটি তাদের প্রথম বাচ্চা। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। গতকাল নিয়মিত চেকআপের জন্য শিবপুরের একটি ক্লিনিকে যান। সেখান থেকে তাদের বলা হয়, তাঁর গর্ভে ৫টি নবজাতক রয়েছে। তাদের ঢাকায় এসে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। সে জন্য আজ বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় আসার জন্য পূর্ব পরিকল্পনা করে রাখেন। ভোরে মনসুরার প্রচণ্ড ব্যথা শুরু হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
দৈনিক সরোবর/এএস