ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

পশ্চিমারা বৈশ্বিক সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে: পুতিন

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: মে ০৯, ২০২৪, ০৭:৩৪ বিকাল  

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারো অভিযোগ করে বলেছেন, পশ্চিমারা বৈশ্বিক সংঘাতের ঝুঁকি বাড়োচ্ছে। বৃহস্পতিবার নাৎসি বাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ জয়ের উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে এই অভিযোগ করেন তিনি। এ সময় রুশ এই প্রেসিডেন্ট আরো বলেন, রাশিয়াকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখাতে পারবে না কেউ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

যুদ্ধক্ষেত্রে ইউক্রেনে বিরুদ্ধে অগ্রগতি করেছে রুশ সেনারা। দেশটির এই অগ্রগতিকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘অহংকারী’ পশ্চিমারা নাৎসি বাহিনীকে সাবেক সোভিয়েত ইউনিয়ন কীভাবে পরাজিত করেছিল সে কথা ভুলে গেছে এবং তার বিশ্বে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। মে মাসের একটি বিরল তুষার ঝড়ের মধ্যেই সারিবদ্ধ সেনাদের পর্যবেক্ষণ করছিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। এ সময় রেড স্কয়ারের মঞ্চে দাঁড়িয়ে পুতিন বলেন, আমরা জানি এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা কি ধরনের ফল বয়ে আনে। বিশ্বব্যাপী সংঘর্ষ রোধে যা যা করা দরকার তার সবকিছু করবে রাশিয়া।

এসময় তিনি আরোবলেন, একইসঙ্গে আমাদের হুমকি দেওয়ার স্পর্ধা কেউ দেখাতে পারবে না। আমাদের কৌশলগত বাহিনীরা যুদ্ধ করতে সদা প্রস্তুত। কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া: ভ্লাদিমির পুতিন বলেন কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া অস্বাভাবিক কিছু নয়। এটি সম্পূর্ণ পরিকল্পিত।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, পুতিন বলেন, কৌশলগত পারমাণবিক অস্ত্রের অনুশীলনে অস্বাভাবিকতার কিছুই নেই। এটি একটি পরিকল্পিত কাজ। ৭ মে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে এ কথা বলেন তিনি। বেলারুশকে পরামর্শ দিয়ে পুতিন বলেন, রাশিয়ার পারমাণবিক মহড়ায় অংশ নিয়েছে বেলারুশ। আমরা সবসময় তাদেরকে সঙ্গে রাখি। পুতিন আরো বলেন, এই মহড়া তিন ধাপে অনুষ্ঠিত হয়েছে। এর দ্বিতীয় ধাপে বেলারুশিয়ান সহকর্মীরা যৌথ মহড়ায় যোগদান করবেন।

বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, এটি তৃতীয় প্রশিক্ষণ অনুশীলন। রাশিয়ায় আমাদের বেশ কয়েকজন কর্মী রয়েছেন। তাই আমরা রাশিয়ার সঙ্গে মিলে কাজ করছি। তিনি আরো বলেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, কর্মীরা ইতোমধ্যে নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছেন।

রাশিয়া সোমবার বলেছে, সামরিক মহড়ার অংশ হিসেবে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুশীলন করবে তারা। ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকির কথা বলে এই মহড়া চালাচ্ছে দেশটি। এছাড়া সোমবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সামরিক মহড়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্র থাকবে। পশ্চিমাদের উসকানিমূলক হুমকির পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এদিকে, মঙ্গলবার কৌশলগত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানের মহড়া শুরু করেছে বেলারুশ। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়ার ঘোষণার একদিন পরই পারমাণবিক মহড়া শুরু করেছে দেশটি। তথ্যসূত্র: রয়টার্স

দৈনিক সরোবর/এএস