কোপেনহেগেনে শপিংমলে বন্দুকধারীর হামলায় নিহত সাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: জুলাই ০৪, ২০২২, ১০:২৩ দুপুর

ছবি: সংগৃহীত
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি শপিংমলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার (৩ জুলাই) ফিল্ডস নামের ওই শপিংমলে এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত ২২ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোপেনহেগেনের পুলিশ অপারেশন্সের প্রধান ইন্সপেক্টর সোরেন থমাসেন বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, এবং বেশ কয়েকজন মারা গেছেন। এটি সন্ত্রাসী কার্যক্রম হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তিনি আরো জানান, আটক ওই সন্দেহভাজন হামলাকারীর আরো কোনো সহযোগী আছে কিনা তা জানতে পুলিশ স্থানীয় জিল্যান্ড অঞ্চল জুড়ে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে।
দৈনিক সরোবর/এমকে