ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ঐতিহ্য ও আধুনিকতায় ছেলেদের ঈদ পোশাক

সরোবর ডেস্ক

 প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৮:২৭ রাত  

রাজধানীর শপিংমলগুলোর বেচা-কেনা আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে এরই মধ্যে জমে উঠেছে। ঈদ উপলক্ষ্যে মেয়ে-ছেলে উভয়ের জন্য নানা ডিজাইন এবং নতুন ট্রেন্ডের বিপুল পরিমাণ পোশাক বাজারে এসেছে। 

আবহাওয়া, চাহিদা এবং ক্রেতার পছন্দ মাথায় রেখে প্রতিবারের মতো এবারও ফ্যাশন হাউস এবং বিভিন্ন ব্রান্ডের আউটলেটগুলোতে ছেলেদের ঈদের পোশাকের জন্য বিশেষ সংগ্রহ পাওয়া যাচ্ছে। আর সেসব পোশাকে দেখা গেছে আধুনিকতা ও ঐতিহ্যের দারুণ মিশ্রণ।

রবিবার রাজধানীর উত্তরা ও মিরপুর এলাকার কয়েকটি মার্কেট ও ব্রান্ডের আউটলেটগুলোতে ছেলেদের বিপুল পরিমাণ পোশাকের সমাহার দেখা গেছে। 

যার মধ্যে ছেলেদের শেরওয়ানি, পাঞ্জাবি, কুর্তা, জোব্বা, শার্ট-প্যান্ট রয়েছে। আর এসব পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে সুতি, কটন, সিল্কসহ বিভিন্ন কাপড়।

রয়েছে রঙের বিভিন্নতাও। সাদা, নীল, সবুজ, সোনালি এবং কালো রঙের শেরওয়ানি ও পাঞ্জাবি বিশেষভাবে নজর কাড়ছে। তেমনি ফ্যাশন হাউসগুলো তরুণদের জন্য আধুনিক এবং স্টাইলিশ পোশাকের আয়োজনও করেছে। এছাড়া, পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং পায়জামা-প্যান্ট বা শালওয়ারের কালেকশনও দেখা গেছে।

এছাড়া পাঞ্জাবির ডিজাইনে রয়েছে নানান ধরনের নকশা। এমব্রয়ডারি, হ্যান্ড-স্টিচ, এবং ডিজাইন করা বাটনে পোশাকের নান্দনিকতা এবং সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে পুরোনো ঐতিহ্যবাহী, আধুনিকতা ও স্টাইল এই তিনের সমন্বয়ও দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন রুচির মাপকাঠি অনুযায়ী, রঙের ব্যবহারেও এসেছে পরিবর্তন। আগে যেখানে সাদা ও সোনালি রঙের আধিক্য ছিল, সেখানে বর্তমানে নীল, মেরুন, কালো, সবুজ ও হালকা গোলাপি রঙের পোশাক ছেলেদের মধ্যে বেশ জনপ্রিয়। এমনকি, কিছু ফ্যাশন হাউসে বিশেষভাবে ঈদ উপলক্ষ্যে ‘লিমিটেড এডিশন’ হিসেবেও রঙের কিছু এক্সক্লুসিভ কালেকশনও বের করেছে।

আবার, কিছু ব্রান্ডের আউটলেটগুলোতে ঈদ উপলক্ষ্যে ছেলেদের পোশাকের জন্য বিশেষ ডিসকাউন্ট অফারও দেওয়া হয়েছে।

আরিফ নামের এক বিক্রয়কর্মী বলেন, আমাদের এখানে এখনো তেমন বেচাকেনা শুরু হয়নি। মূলত, রোজার শেষ দশকে এখানে ভিড় বাড়ে। সেদিক বিবেচনায় রেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এখনও কেনা-বেচা বেশ ভালোই হচ্ছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, এবারের ঈদ কেনাকাটায় তারা হালকা কাপড়ের পোশাককে প্রাধান্য দিচ্ছেন। কারণ, গরমের দিন আবহাওয়া উপযোগী কাপড় না হলে ঈদ উদ্‌যাপনের আনন্দে ভাটা পড়তে পারে।

মোহাইমিনুল ইসলাম নামের এক তরুণ ক্রেতা বলেন, এবারের ঈদ পুরোপুরি গরমের মধ্যে পড়বে। সেজন্য কেনাকাটায় হালকা কাপড়ের পোশাকের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। বেশি তাপমাত্রায় আরামদায়ক পোশাক না হলে সেটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সেজন্য সুতি কাপড়ের পাঞ্জাবি-পায়জামা এবং টিশার্টই পছন্দের শীর্ষে।

দৈনিক সরোবর/ইএইচপি