add

ঢাকা, শুক্রবার, ১৪ জুন ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১

হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু

সরোবর প্রতিবেদক 

 প্রকাশিত: মে ০৬, ২০২৪, ০৯:০১ রাত  

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে গেলো ১৫ দিনে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, সারাদেশে এখন পর্যন্ত মোট ৩৪ জন হিট স্ট্রোক করেছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৫ জন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও দুইজন নারী। মৃতদের মধ্যে সবচেয়ে বেশি সাত জন মারা গেছেন মাগুরায়। এছাড়া চট্টগ্রাম, খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান এবং মাদারীপুর থেকেও মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এদিকে, সোমবার সকাল ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজন হিট স্ট্রোক করেছেন বলে জানিয়েছে অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। তাদের মধ্যে নড়াইলে একজনের মৃত্যু হয়েছে।

তবে গণমাধ্যম ও আঞ্চলিক তথ্য অনুযায়ী সংখ্যাটি আরো অনেক বেশি। স্বাস্থ্য অধিদফতর ২২ এপ্রিল থেকে হিট স্ট্রোকের তথ্য সংগ্রহ শুরু করেছে।

দৈনিক সরোবর/বি কে