ঢাকা, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

‘দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে’

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৯:০৫ রাত  

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

বুধবার পুলিশ সদর দফতরে সম্প্রতি নিহত তিন পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদানকালে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নিহত পুলিশ সদস্যরা তো মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। অথচ দুষ্কৃতকারীরা নির্মমভাবে তাদের হত্যা করেছে। দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

দুষ্কৃতকারীদের নির্মমতার লোমহর্ষক বর্ণনা তুলে ধরে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, দেশের জনগণের নিরাপত্তা দেওয়া কি আমাদের অপরাধ? তবুও বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যদের মনোবল অটুট রয়েছে। তারা দেশ ও জনগণের নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর।

নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আপনারা প্রিয়জনকে হারিয়েছেন, এ ক্ষতি পূরণ হওয়ার নয়। বাংলাদেশ পুলিশের সব সদস্য আপনাদের পাশে রয়েছেন। যে কোনো প্রয়োজনে আমাদেরকে আপনাদের পাশে পাবেন।

কোটা সংস্কার আন্দোলনে নজিরবিহীন সহিংসতায় নিহত পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বলে মন্তব্য করেন তিনি। 

এসময় আইজিপি এক শোকাবহ পরিবেশে নিহত পুলিশ সদস্যদের স্ত্রীর হাতে শোকবার্তা ও অনুদানের অর্থ তুলে দেন।

দৈনিক সরোবর/এএস