ঢাকা, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

সবজির দাম চড়া 

চট্টগ্রাম প্রতিনিধি

 প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৮:৩০ রাত  

দেশে চলমান কারফিউ শিথিল থাকায় চট্রগ্রাম নগরের সবচেয়ে বড় সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজারে বুধবার সকালে সবজির সরবরাহ ছিল কম। ফলে আড়তে প্রায় সব ধরনের সবজির দাম ছিল ৫-১০ টাকা বেশি। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

আড়তদাররা জানান, কারফিউ শুরুর পর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে সবজি আসা কমে গেছে আড়তে।

এ বাজারে অধিকাংশ সবজি আসে উত্তরবঙ্গ থেকে। সবজি নিয়ে উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামে আসলে ফিরতি পথে খালি যেতে হচ্ছে ট্রাকগুলোকে। তাই দ্বিগুণ ভাড়া আদায় করছেন চালকরা। যা আসছে তা ক্রেতার চাহিদার তুলনায় কম। তাই সবজির কিছুটা দামও বেড়েছে।

রিয়াজউদ্দিন বাজার আড়তে পাইকারিতে লাউ ৩০-৩৫, পেঁপে ৪০, শসা ৪০, বরবটি ৬০ টাকা, পটল ৩০-৩৫, বেগুন ৬০, চিচিঙ্গা ২৫-৩০, ঢেঁড়স ৪০, টমেটো ১৭০-১৮০, কাঁচা মরিচ ২৫০-২৬০, মিষ্টি কুমড়া ২৫-২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি।
এদিকে পাইকারি আড়তে দাম বাড়ায় নগরের কাঁচা বাজারগুলোতে প্রায় সব সবজির দাম ৫০ টাকা ছাড়িয়েছে।

নাজিম হোসেন নামে এক ক্রেতা বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি।

দৈনিক সরোবর/এএস