ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বাবা দিবসে পরীমণি

একদিন তোমার ছেলেরও কোনো মেমোরিজই থাকবে না!

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০৩:২১ দুপুর  

আজ ‘বিশ্ব বাবা দিবস’। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই যার শুরু। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। 

বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবনত হয়ে সামাজিকমাধ্যমে লিখেছেন অনেকেই। বাদ গেলেন না ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমণিও। তবে এদিন তিনি লিখলেন অন্য কারো বাবাকে নিয়ে। যেখানে তাকে ‘লুজার’ বলেও উল্লেখ করেছেন।

রবিবার ভোর ৫টার দিকে পরীমণি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে কারো নাম উল্লেখ করেননি এ নায়িকা।

তিনি লেখেন, ‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতোন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না! অবশ্য তোমার তো তোমার মায়ের সঙ্গেই নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের (ফ্রেন্ড) সঙ্গে আছে! লুজার।’

তিনি আরো লেখেন, ‘মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা, ছেলের গলা ধইরা।’

যদিও সেই স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করেননি পরীমণি। তবে নেটিজেনদের ধারণা, এটি তিনি তার সন্তানের বাবা চিত্রনায়ক শরিফুল রাজকে উদ্দেশ্য করেই লিখেছেন।