ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বদলে যাচ্ছে রাজধানী ঢাকা 

সম্পাদকের কলম

 প্রকাশিত: জুলাই ১০, ২০২৩, ১২:০৪ দুপুর  

ফাইল ছবি

সবার চোখের সামনে রাজধানী ঢাকা বদলে যাচ্ছে, তা অস্বীকার করার জো নেই। কেউ যদি আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকেন, তাহলে তার মনে হবে, তিনি ইউরোপের বা আমেরিকার মতো কোনো উন্নত দেশে দাঁড়িয়ে আছেন কি-না। প্রথমে তার এই বিভ্রম, দেখা দেবে, পরে মনে হবে, তিনি রাজধানীর আগারগাঁওয়ে দাঁড়িয়ে। 

রাজধানী ঢাকা যে দ্রুত বদলে যাচ্ছে, বলার অপেক্ষা রাখে না। ঢাকা বদলে যাওয়ার লক্ষণ ফুটে ওঠে মেট্রোরেলে চালু হওয়ার মধ্যদিয়ে। উন্নত বিশ্বে নাগরিকদের দ্রুত চলাচলের সুবিধার কথা ভেবে মেট্রোরেল চালু করা হয়। দ্রুতযানের মেট্রোরেল ঢাকায় চলাচল করার পর থেকে মানুষ বুঝতে পারছে তারা একটি সুবিধাজনক রাজধানী পেতে শুরু করেছেন। এবার মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলবে। আর বেশিদিন বাকি নেই। প্রায় তিন মাস পরেই মেট্রোরেলে চেপে মতিঝিল যাওয়া যাবে। তখন আশা করা যায়, যানজট আরো সহনীয় পর্যায়ে চলে আসবে। 

ঢাকার যানজটে নগরবাসী বহুদিন ধরেই দুর্ভোগের শিকার। ফলে এ থেকে নগরবাসীকে পরিত্রাণ দিতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজধানীকে বিশ্বের মধ্যে সর্বাধুনিক শহরে রূপান্তরের পরিকল্পনা নেন। সেই পরিকল্পনা অনুসারে সব কিছু চলছে। প্রায় তিন মাস পরে মেট্রোলের মতিঝিল পর্যন্ত চলবে, এটা নগরবাসীর জন্য খুবই আনন্দের খবর। 

শুক্রবার মেট্রো রেলের দ্বিতীয় অংশের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আমি শেখ হাসিনা সরকারের একটা গুরুত্বপূর্ণ মেগাপ্রকল্প এমআরটি লাইনের আরেকটা মাইলস্টোন অতিক্রম করতে যাচ্ছি। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত আজকে প্রথম ট্রায়াল রান হতে যাচ্ছে। দেশে মেট্রো রেলের এটাই আমাদের প্রথম কাজ। এরপর আমরা আরো পাঁচটি লাইন আনছি। আপনারা জানেন, পাতাল রেলের কাজ শুরু হয়েছে। মোট ছয়টি মেট্রো রেল ঢাকায় যুক্ত হবে। ২০৩০ সালের মধ্যে এগুলোর কাজ সম্পন্ন করতে পারব। এমন ধারাবাহিক উন্নয়ন কাজের জন্য একটা রাজনৈতিক ভিশন থাকতে হয়। ভিশন আছে বলে শেখ হাসিনা সরকার এ ধরনের প্রজেক্ট একে একে করতে পারছে। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, বাস্তব। আগামী অক্টোবর মাসের শেষ প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের দ্বিতীয় অংশের উদ্বোধন করবেন। 

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন যেভাবে ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছে, আগারগাঁও থেকে মতিঝিল অংশের সাতটি স্টেশনও পর্যায়ক্রমে চালু করা হবে। 

আমরা মনে করি বর্তমান সরকার ঢাকাকে বিশ্বের মধ্যে সেরা শহরে পরিণত করার কাজ যেভাবে এগিয়ে নিচ্ছে, তা সবার মধ্যে বিস্ময় জাগাবে। উন্নত বিশ্বের মানুষ এসেও চমকে যাবেন। এখনই মেট্রোরেল দেখে তারা হতবাক। 

ঢাকা কতটা আধুনিক শহর হয়ে উঠছে- তা আরো একটি ঘটনা প্রমাণ করে, দু-মাস পরেই চালু হবে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি চালু হলে-ঢাকার বিদ্যমান যানজট বহুলাংশে কমে আসবে। স্বাচ্ছন্দময় হয়ে উঠবে ঢাকা। শনিবার (৮ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান- চলতি বছরের সেপ্টেম্বরেই চালু হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক)। নির্মাণাধীন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট-ফার্মগেট অংশ আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। 

পরিশেষে আমরা বলবো-মেট্রোরেল, পাতাল রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসব জাতির পিতা সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তার কাছ থেকেই আমরা এগুলো পেয়েছি। তিনি সত্যিকার গৌরব করার মতো ঢাকাকে গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়ন করে মানুষকে চমকে দিচ্ছেন। গোটা জাতি তার প্রতি কৃতজ্ঞ।  

দৈনিক সরোবর/ আরএস