ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি জরুরি

সস্পাদকের কলম

 প্রকাশিত: আগস্ট ০২, ২০২৪, ০৮:০০ রাত  

কোটা সংস্কারের আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিরুনি অভিযান চালাচ্ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে ব্লক রেইড দেয়া হচ্ছে। বিশেষ করে বাসাবাড়িতে অভিযান চালানো হচ্ছে। এ সময় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে জনমনে। তবে পুলিশ কর্মকর্তারা বলেছেন, আন্দোলনে যারা সহিংসতা করেছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ভিডিও ফুটেজ ও স্টিল ছবির বিশ্লেষণ করে আটক করা হচ্ছে। অহেতুক কাউকে গ্রেফতা করা হচ্ছে না। শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেছেন তারা।

এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ছাত্র পরিচয়টাই তাদের জন্য নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। মেস ছেড়েও তারা নিরাপদ নন। বাড়ি যাওয়ার পথে বাসে হচ্ছে তল্লাশি, মোবাইল ফোনে আন্দোলনের ছবি-ভিডিও থাকলে হেনস্তার শিকার হচ্ছেন, এমনকি আটকও করা হচ্ছে। গ্রামের বাড়িতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় আছেন। নারী শিক্ষার্থীরাও আতঙ্কে আছেন। কোটা সংস্কার আন্দোলন এক রকম থেমে গেলেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অবরোধ, শাটডাউন ও বিক্ষোভ-মিছিলে ফ্রন্টলাইনে থাকা শিক্ষার্থীরা। দেশব্যাপী সংঘাত-সংঘর্ষ ও বিভিন্ন নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন এ শঙ্কায় বাসাবাড়িতে থাকার সাহস পাচ্ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হতেও ভয় পাচ্ছেন অনেকেই। সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলে আন্দোলনে সক্রিয় থাকা সন্তানরা ক্লাসে ফিরতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকরাও। 

বলার অপেক্ষা রাখে না, চলমান পরিস্থিতিতে চরম অস্বস্তিতে আছে শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা বিশ্বাস করি, আন্দোলনে অংশ নেয়ার কারণে কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হলে তা বিবেচনা করবে সরকার। এছাড়া শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও দেখবে। সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেয়া, তুলে নিয়ে হয়রানি করা কোনোভাবেই আমাদের কাম্য নয়। ভুলক্রমে গ্রেফতার বা হয়রানির শিকার শিক্ষার্থীদের দ্রুত ছেড়ে দেয়া হবে বলে আমাদের প্রত্যাশা।