ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৪, ০৪:২৯ দুপুর  

বৈরি আবহাওয়ার জন্য দেশের সকল সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বিবিসি বাংলাকে বলেন, এখন মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় আছে। তাই উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শুধুমাত্র এই “সক্রিয় মৌসুমি বায়ুর কারণেই” দেওয়া হয়েছে। এমনিতে এখন সাগরে কোনও “লঘুচাপ নেই, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই”।

আজ বুধবার আবহাওয়া অফিস থেকে এক সতর্কবার্তাও জারি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করে।

দৈনিক সরোবর/এমই