ফোনের এক্সপায়ার ডেট জানার উপায়
প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২৫, ১০:০৬ দুপুর

জানলে অবাক হবেন প্রতিটি ফোনেরই এক্সপায়ার ডেট থাকে। যেটা বেশিরভাগ মানুষই জানেন না। এমনকি এক্সপায়ার ডেট জানার উপায় সম্পর্কেও ধারণা নেই। ফোনের এক্সপায়ার ডেট দেখার উপায় জানুন।
র্স্মাট ফোনের একটি খালি বাক্সও কিন্তু খুব প্রয়োজনীয় কারণ এখানেই থাকে একটি গোপন কোড। জানেন ফোনের বক্সের পেছনে কোন গোপন কোডটি লেখা থাকে?
নতুন ফোন কিনলে তা মোবাইলের নির্দিষ্ট বাক্সে প্যাক হয়ে আসে। ফোনের সঙ্গে নানা জিনিসপত্রও থাকে সেই বাক্সে। বেশিরভাগ মানুষ স্মার্টফোনের বাক্স ফেলে দেন।
আপনি কি জানেন, সব কিছুর যেমন মেয়াদ শেষ হয়, তেমনই সব ফোনের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ শেষ হওয়ার তারিখ নির্ধারণ করে যে পণ্যটি কতদিন ব্যবহার করা যাবে। অবশ্য ফোনের মেয়াদ শেষের তারিখ এগিয়ে এলে নানা লক্ষণ দেখাতে শুরু করে ফোন। বিভিন্ন ধরনের সমস্যাও তৈরি হয়।
ফোনের বাক্সের পেছনে লেখা থাকে গোপন কোড যা থেকে মেয়াদ শেষ হওয়ার তারিখ জানা যায়। সবকিছুর যেমন মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে, তেমনি ফোনেরও মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে।
ফোনের মেয়াদ শেষ হওয়ার তারিখ কখনই আনুষ্ঠানিকভাবে ঠিক করা হয় না। কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যা দেখে বুঝতে পারি ফোন পরিবর্তন করার সময় এসেছে।
ফোনের খালি বক্সে লেখা থাকে আইএমইআই কোড। তবে আপনি এটি মোবাইল বিল/রসিদে এই কোডটি খুঁজে পেতে পারেন। বিল না পেলে এখান থেকে এই নম্বরটি সরিয়ে ফেলতে পারেন।
এই আইএমইআই কোড প্রত্যেক মোবাইলকে স্বতন্ত্রভাবে শানাক্ত করতে সাহায্য করে। কারও ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও পুলিশ এই নম্বর চায়, ফোনটিকে ট্র্যাক করার জন্য।
দৈনিক সরোবর/এসএফ