ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

আফগানদের বিপক্ষে মিরাজের ফিফটি

স্পোর্টস ডেস্ক  

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৩, ২০২৩, ০৫:২৫ বিকাল  

ছবি ইন্টারনেট

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে আজ জয়ের বিকল্প নেই টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে  ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।

মিরাজের ফিফটি
আরো একবার নতুন বলে খেলতে নেমে আলো ছড়ালেন ব্যাটার মিরাজ। সর্বশেষ এই এশিয়া সেরার মঞ্চেই ওপেন করেছিলেন মিরাজ। ২০১৮ সালের আসরের ফাইনালে ভারতের বিপক্ষে সেই ম্যাচে ফিফটি পেয়েছিলেন। আজ আবার ওপেনিংয়ে নেমে ফিফটির দেখা পেলেন। ৬৪ বলে মাইলফলক ছুঁয়েছেন এই মেইকশিফট ওপেনার। 

বাংলাদেশের সেঞ্চুরি
দুই বলের ব্যবধানে দুই উইকেট হারানোর পর কিছুটা হলেও শঙ্কা জেগেছিল। তবে সেই শঙ্কার মেঘ কেটে গেছে শান্ত-মিরাজের ব্যাটে। আগের ম্যাচে একাই লড়াই করা শান্ত আজও দুর্দান্ত শুরু করেছেন। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছেন এই বাঁহাতি। তৃতীয় উইকেটে মিরাজ-শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯ ওভার ১ বলে তিন অঙ্ক ছুঁয়েছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহিত রান - ১৪৭/২ (২৭ ওভার) 

দৈনিক সরোবর/এএস