ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২২, ১২:৩৩ দুপুর  

ছবি: সংগৃহীত

ক্রাইস্টচার্চে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি  বাংলাদেশ। সিরিজে টিকে থাকার মিশনে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব বাহিনীর সামনে।

রবিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। দিবারাত্রির এই ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে। খেলা দেখা যাবে টি স্পোর্টসে। 

এদিকে, ‘বাংলা ওয়াশ’ ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে নিউজিল্যান্ড। ফরম্যট টি-টোয়েন্টি বলেই যেখানে একটু নির্ভার থাকার কথা সেখানে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন উইলিয়ামসন।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড দল: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

দৈনিক সরোবর/এমকে