ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২২, ০৯:৫০ সকাল  

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই আজ (শুক্রবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ক্রাইস্টচার্চে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে টস করতে নামেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান। শুরুতেই কয়েন নিক্ষেপে জয় লাভ করেন সোহান এবং টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন, ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে।

গতকাল বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া সাকিব আল হাসান খেলছেন না আজকের ম্যাচে। দলকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলি, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনাওয়াজ ধানি।

দৈনিক সরোবর/এমকে