অ্যারন ফিঞ্চের বিদায়ী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ১২:৩৫ দুপুর

ছবি: সংগৃহীত
অ্যারন ফিঞ্চ আগেই জানিয়ে রেখেছেন, এই ম্যাচটির পরই অবসরে যাবেন। বিদায়ী ওয়ানডেতে টস ভাগ্য সহায় হয়নি অস্ট্রেলিয়া অধিনায়কের। কেয়ার্নসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিই জিতে ট্রফি নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের জন্য ম্যাচটি হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জশ ইংলিশ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, অ্যালেক্স কারে (উইকেটরক্ষক), ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবোট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, লুকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
দৈনিক সরোবর/এমকে