ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

টস জিতে বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: জুলাই ০৪, ২০২২, ১২:১৬ রাত  

ছবি: সংগৃহীত

বৃষ্টিতে ভেসে গেছে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। ডোমিনিকার উইন্ডসর পার্কে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।

প্রথম টি-টোয়েন্টিতেও টস জিতেছিল উইন্ডিজ, সেদিন আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো তারা। তবে এবার আগে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন পর্যন্ত টস ভাগ্য হাসেনি বাংলাদেশের। দুই টেস্ট সিরিজের দুটিতেই টস হেরেছিল সফরকারীরা, এবার প্রথম দুই টি-টোয়েন্টিতেও টস হারতে হলো বাংলাদেশকে।

প্রথম ম্যাচে বৃষ্টির বাগড়ায় মাত্র ১৩ ওভার খেলা হয়েছিল। তবে আজ ডোমিনিকার আকাশ উজ্জ্বল। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে মেঘ-বৃষ্টির আনাগোনার সম্ভাবনা নেই বললেই চলে।

দৈনিক সরোবর/এমকে