চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ
সরোবর ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৫:০৬ বিকাল

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির বিধায়করা।
তাদের সবার হাতে পোস্টারে লেখা ছিল চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই।
ওই বিক্ষোভের নেতৃত্ব দেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি আমরা।
সারা পৃথিবীর সব হিন্দুদের ঐকবদ্ধ হতে হবে। কলকাতায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন। তবে বাংলাদেশে যদি হিন্দুদের ওপরে অত্যাচার অতি সত্বর বন্ধ না হয় তাহলে আমরা আরো জোরালো বিক্ষোভ শুরু করব, জানিয়েছেন অধিকারী। তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা
দৈনিক সরোবর/এএ