ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

ত্রাণের গাড়ি আটকে আন্দোলন কারিদের যা বললেন হাসনাত আব্দুল্লাহ

সরোবর প্রতিবেদক 

 প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৪:২৬ দুপুর  

দেশের সকার পতনের পর একের পর এক দাবি নিয়ে আন্দোলন করছে বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যখন মানুষ খাবার ও পোশাকের অভাবে মানবেতর জীবনযাপন করছেন ঠিক সে সময় শাহবাগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় যার চলাচলে বাধা দিচ্ছে আন্দোলনকারীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রবিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি একথা জানান।

ফেসবুক স্ট্যাটাসে হাসনাত লেখেন, এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন, তাঁরা জাতির শত্রু।

বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হয়েছেন অনেক সরকারি-আধা সরকারি,চুক্তিভিত্তিক প্রতিষ্টানে নিয়োজিত কর্মীরা৷ বিভিন্ন সময় তারা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

দৈনিক সরোবর/এমই