এখনো বঙ্গবাজারের কয়েক স্থানে আগুন নেভেনি
প্রকাশিত: এপ্রিল ০৪, ২০২৩, ১১:৪২ রাত

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের সকালের আগুন দুপুরে নিয়ন্ত্রণে আনার কথা ফায়ার সার্ভিস বললেও রাতেও আগুন জ্বলতে দেখা গেছে অন্তত দুটি ভবনে। এনেক্সকো ভবন এবং সেই ভবনের পেছনে আরেকটি ভবনে রাতেও জ্বলছিল আগুন।
দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট ঢাকার বঙ্গবাজারে মঙ্গলবার সকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট কাজে নামে এই আগুন নেভাতে, সেই সঙ্গে হাত লাগায় বিমানবাহিনী ও সেনাবাহিনী।
ছয় ঘণ্টার চেষ্টায় দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।
তবে এরপর বিকাল গড়িয়ে রাতেও আগুন জ্বলতে দেখা গেছে মূল বঙ্গবাজার মার্কেটের পাশের এনেক্সকো ভবন এবং সেই ভবনের পেছনে বঙ্গবাজারের ভেতরের আরেকটি ভবনে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন বঙ্গবাজার মার্কেটে রয়েছে চারটি ইউনিট- বঙ্গবাজার কমপ্লেক্স, গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিট। এখানে মোট দোকানের সংখ্যা ২ হাজার ৩৭০টি।
বঙ্গবাজারের উত্তর পশ্চিম কোণে সাত তলা এনেক্সকো টাওয়ার। এই ভবনের পূর্ব পাশে মহানগর কমপ্লেক্স মার্কেট। তার পরই পুলিশ সদর দপ্তরের সীমানা।
রাত পৌনে ১১টার দিকে আগুন জ্বলতে দেখা গেছে এনেক্সকো ভবনের ভেতরে এবং মহানগর মার্কেটের পেছনে আরেকটি চারতলা ভবনের ভেতরে।
ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আগুন নেভাতে কাজ করছিলেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান মোল্লা সন্ধার পর বলেন,‘আগুন নিয়ন্ত্রণে আছে। তবে এনেক্সকো টাওয়ারের ভেতরের আগুন নেভাতে আরো সময় লাগবে। ভেতরে অনেক গুদাম রয়েছে। ওই সব গুদামে সুপ্ত আগুন রয়েছে।’
ঢাকার বঙ্গবাজারে মঙ্গলবার আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কাজ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বঙ্গবাজারের মূল মার্কেটের সামনের সড়কের বিপরীত পাশের (পশ্চিম পাশে) বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট ও বরিশাল প্লাজায়ও আগুন ছড়িয়েছিল।
দুপুরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক যখন আগুন নিয়ন্ত্রণে আসার কথা বলছিলেন, ‘তখন এনেক্সকো ভবন এবং ইসলামিয়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।’
বিকালেও ওই ভবন দুটিতে আগুন ও ধোঁয়া উড়তে দেখা যাচ্ছিল। তবে রাতে এই দুটো ভবনে আগুন জ্বলতে দেখা যায়নি। মূল বঙ্গবাজার মার্কেটে আগুন দেখা না গেলেও ধোঁয়া উড়ছিল।
এনেক্সকো মহানগর কমপ্লেক্সের দোকান মালিক সমিতির পরিচালক শেখ মো. শাকিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও ওই ভবনের ভেতরে আগুন জ্বলার কথা বলছিলেন।
দৈনিক সরোবর/ আরএস