ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

আদিলুর-এলানের ২ বছরের কারাদণ্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০১:১১ দুপুর  

মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় নিম্ন আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডাদেশ বাতিল করেছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে তাদের আপিল মঞ্জুর করে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আব্দুর রবের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদিলুর-এলানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রুহুল আমিন ভূঁইয়া।

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে ‘অসত্য ও বিকৃত’ তথ্য প্রচারের অভিযোগে আদিলুর রহমান খান ও এ এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় আদিলুর রহমান খানকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই মামলায় এ এস এম নাসির উদ্দিনকেও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় তাদের। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল দায়ের করেন।

দৈনিক সরোবর/কেএমএএ