ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

প্রাথমিকে নতুন শিক্ষকদের যেদিন যোগদান-পদায়ন ও ওরিয়েন্টেশন

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ২১, ২০২৩, ০৮:০৬ রাত  

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ পাওয়া সাড়ে ৩৭ হাজার প্রার্থী সহকারী শিক্ষক পদে যোগদান করবেন রবিবার (২২ জানুয়ারি)। এরই মধ্যে প্রার্থীদের ডাকযোগে নিয়োগপত্র পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো। পদায়নের আদেশ জারি হবে সোমবার (২৩ জানুয়ারি)। আর ওরিয়েন্টেশন হবে ২৩ থেকে ৩০ জানুয়ারির মধ্যে। 

জানা যায়, জেলা শিক্ষা অফিস থেকে প্রার্থীদের অঙ্গীকারনামা ও যোগদানপত্রের ফরমেট দেওয়া হয়েছে। সেগুলো পূরণ করে রবিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে নতুন শিক্ষকদের যোগদান করতে হবে।

ডাকযোগে পাঠানো নিয়োগপত্র না পেয়ে থাকলে চূড়ান্তভাবে পাশ করা প্রার্থীদের যোগদানপত্র এবং ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা পূরণ করে রবিবার অফিস চলার সময়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বা নির্ধারিত স্থানে এসে যোগদান করতে পারবে। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য নির্বাচিত ৩৭ হাজার ৫৭৪ জন শিক্ষকের পদায়নের আদেশ জারি করা হবে সোমবার (২৩ জানুয়ারি)। 

দৈনিক সরোবর/ আরএস