সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিন
প্রকাশিত: জানুয়ারী ১৪, ২০২৪, ০৮:৩৪ রাত

দেশে সড়ক দুর্ঘটনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। প্রতিদিনই সড়কে ঝরছে অনেক প্রাণ। তা যেন রোধ করা যাচ্ছেই না। এর প্রতি সরকারের দায়িত্বশীলরা মনে হয় খুবই উদাসীন। সংবাদমাধ্যমসহ বিশিষ্টজনরা দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিতে পরামর্শ দিলেও তা কোনো কাজে আসছে না। প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল লেগে আছে। এতে লাখো মানুষ পঙ্গুত্ব বরণ করছে এবং নিহত ও আহতদের পরিবার চরম দুদর্শায় পতিত হচ্ছে। এরপরও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। ফলে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়।
আজ ১৩ জানুয়ারি যাত্রী কল্যাণ সমিতি সদ্য বিদায়ী ২০২৩ সালে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ওই বছর ৬ হাজার ৯২৯টি যানবাহন দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮ হাজার ৫০৫ জন নিহত ও ১০ হাজার ৯৯৯ জন আহত হয়েছেন। সড়কে এই মৃত্যুর ঘটনা বলে দেয়, সড়ক চলাচল মানুষ কতটা অনিরাপদ।
আমরা নতুন সরকারকে বলব, তাদের সামনে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনা রোধকে এক নম্বরে স্থান দেওয়া উচিত। সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করেন বেপরোয়া গতি; বিপজ্জনক অভারটেকিং; রাস্তাঘাটের নির্মাণ ত্রুটি; ফিটনেসবিহীন যানবাহনের অবাধে চলাচল; যাত্রী ও পথচারীদের অসতর্কতা; চালকের অদক্ষতা; যানবাহন চালক এবং মালিকের বেপরোয়া মনোভাব; চলন্ত অবস্থায় মোবাইল ফোন বা হেডফোন ব্যবহার; মাদক সেবন করে যানবাহন চালানো; রেলক্রসিং ও মহাসড়কে হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা; রাস্তায় ফুটপাত না থাকা বা ফুটপাত বেদখলে থাকা; ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ; ট্রাফিক আইন অমান্য করা; ছোট যানবাহনের ব্যাপক বৃদ্ধি; সড়কে চাঁদাবাজি; রাস্তার ওপর হাটবাজার; ত্রুটিপূর্ণ যানবাহন চালানো; মালিকের অতিরিক্ত মুনাফার মানসিকতা; চালকের নিয়োগ এবং কর্মঘণ্টা সুনির্দিষ্ট না থাকা; সড়কে আলোকসজ্জা না থাকা; রোড ডিভাইডার পর্যাপ্ত উঁচু না থাকা; সড়ক দুর্ঘটনা কমানোর দায়িত্বরত প্রতিষ্ঠান ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি না থাকা এবং দেশব্যাপী নিরাপদ, আধুনিক, স্মার্ট গণপরিবহন ব্যবস্থার পরিবর্তে টুকটুকি-ইজিবাইক-ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশানির্ভর গণপরিবহন।
সরকারকে বহু বছর ধরেই বলা হচ্ছে সড়ক আইন পুরোপুরিভাবে বাস্তবায়নে করতে। এর আংশিক প্রয়োগে ভয়াবহ সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয়। তাই আমাদের প্রত্যাশা এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই সমাধানে সঠিক ব্যবস্থা নেবে সরকার।