ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

কোনাবাড়ীতে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুর প্রতিনিধি

 প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২২, ১১:৪৬ রাত  

ফাইল ফটো

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী নতুন বাজার এলাকায় একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোনাবাড়ী নতুন বাজার এলাকায় চায়না মার্কেটে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে প্রথমে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

আগুন লাগা মার্কেটটিতে ঝুট গুদাম, ঝুট কাপড়ের তৈরির জামা-কাপড়ের দোকান, গার্মেন্টসের বিভিন্ন জিনিসপত্রসহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

দৈনিক সরোবর/এমকে