যমুনা নদীর ওপর দীর্ঘতম রেলসেতু উদ্বোধন
সরোবর প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৩:১৮ দুপুর

যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেলসেতু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এটি উদ্বোধন করেন।
এদিন রেলসেতু উদ্বোধনের পর উদ্বোধনী ট্রেনটি টাঙ্গাইলের ইব্রাহিমাদ স্টেশন থেকে রওনা হয়েছে এবং তিন মিনিটে যমুনা রেলসেতু পার করে সিরাজগঞ্জ সায়েদাবাদ এলাকায় পৌঁছেছে।
ইব্রাহিমাবাদ স্টেশনে সেতুর উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়াবিষয়ক মহা-পরিচালক ইতো তেরুয়ুকি। তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা
দৈনিক সরোবর/এএস