ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

ভেঙে গেছে আখাউড়ার হাওড়া নদীর বাঁধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০৩:২৩ দুপুর  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাওড়া নদীর বাঁধ ভেঙ্গে গেছে। স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, বাঁধ ভেঙ্গে সেখানকার সীমান্তবর্তী চারটি ইউনিয়নের ৩৪টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

তিনি জানিয়েছেন, বুধবার রাতভর ভারি বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের কারণে আখাউড়ার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

বুধরাত রাত থেকেই ওই এলাকায় পানির পরিমান বাড়তে শুরু করে। এতে করে আখাউড়া উত্তর, দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ - এই চার ইউনিয়নের ৩৪টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এছাড়া ওইসব এলাকার ধান ও সব্জির জমিসহ মাছের ঘের তলিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, হাওড়া নদী ও জাজী গাঙসহ বিভিন্ন নদীর পানি বিপদ সীমার কাছাকাছি রয়েছে। তা অতিক্রম করলে নতুন করে আরো এলাকা প্লাবিত হতে পারে। তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা

দৈনিক সরোবর/এএস