ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বৈষম্যবিরোধী আন্দোলন আজ সারাদেশে ‘শহীদি মার্চ’ করবে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৫, ২০২৪, ১১:৩১ দুপুর  

আজ বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে সারাদেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সারজিস আলম বলেন, ‘শহীদি মার্চ’-টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আজ বিকেল ৩টায় শুরু হবে। পরবর্তীতে এটি রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত-কলাবাগান-ফার্মগেট হয়ে টিএসসিতে এসে শেষ হবে।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, রাষ্ট্র সংস্কারের জন্য শিক্ষার্থীরা সরকারের সহযোগিতা করছে। তিনি বলেন, ‘১৯৭২ সালের সংবিধান মূলত আওয়ামী লীগের ছিল এবং সেটি জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল।’

সমন্বয়করা জানান, চাঁদাবাজির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়মিতভাবে প্রতিরোধ ।

শেখ হাসিনা সরকারের পতনের পর, গত ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনে ১৭ হাজার ৯২৬ জন আহত হন এবং ৬১৭ জন নিহত হন।

দৈনিক সরোবর/কেএমএএ