ঢাকা, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

নতুন নিয়মে এবার আইপিএলে মাঠের খেলা বদলে যেতে পারে

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৮:২৮ রাত  

শুরু হচ্ছে আইপিএলের ১৮ তম আসর। আজ রাত ৮টায় কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে পরিচিত।

এমনকি বৈশ্বিক নানা স্পোর্টস ইভেন্টের মধ্যে আর্থিক দিক থেকে আইপিএল অন্যতম একটা আসর যেখানে আছে রোমাঞ্চ, বলিউডি জৌলুস ও বিশ্বের হরেক দেশের শীর্ষ ক্রিকেটারদের জমজমাট লড়াই।

এবারের আইপিএলে নতুন করে কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে, এসব নিয়ম খেলার অনেক প্রচলিত দৃশ্য বদলে দিতে পারে।

১. বলে থুতু ব্যবহার করা যাবে
২০২০ সালে করোনাভাইরাস আবির্ভাবের পরে বিশ্ব জুড়েই মানুষের জীবনাচরণে দৃশ্যমান অনেক পরিবর্তন এসেছে। একইভাবে ক্রিকেটেও এসেছে নানা ধরনের পরিবর্তন। এর মধ্যে একটা ছিল বলে থুতু ব্যবহার করা যাবে না।

মূলত বল সুইং করতে সাহায্য করে বলে থুতুর ব্যবহার, বলের এক পাশে থুতু ব্যবহার করলে সেটা উজ্জ্বল হয় এবং বল রিভার্স সুইং করে।

২০২০ সালের বলে থুতু ব্যবহারের এই নিষেধাজ্ঞা সাময়িক ছিল। তবে ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এটাকে 'চিরস্থায়ী নিষেধাজ্ঞা' ঘোষণা দেয়।

তবে এবারের আইপিএল-এ বলে থুতু ব্যবহারের রীতি ফিরে আসছে।

এর আগে মার্চের শুরু থেকেই বলে থুতু পুনরায় ব্যবহারের অনুমোদন চেয়ে কথা বলেছেন ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি, তার সাথে সুর মিলিয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদিও।

চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে শামি এক সাক্ষাৎকারে বলেন, তিনি আইসিসির কাছে বারবার অনুরোধ করছেন যাতে বলে থুতুর ব্যবহারে অনুমোদন দেয়া হয়। এতে করে কিছুটা রিভার্স সুইং পেতে পারেন বলে জানান তিনি।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে দেয়া এক সাক্ষাৎকারে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি বলেন, "এখন দেখেন ওয়ানডে ক্রিকেটে খুব সহজেই ৩৫০ এর বেশি রান হচ্ছে, ৩০০ এর বেশি রান এখন কোনো ব্যাপারই না। তাই আমার ধারণা বোলারদের এই খেলায় কিছুটা সুবিধা দেয়ার জন্য হলেও বলে থুতুর ব্যবহার ফিরিয়ে আনা উচিত।"

দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ভার্নান ফিল্যান্ডারও বলেছেন, "ম্যাচের একটা পর্যায়ে বল একেবারেই জীর্ণ হয়ে যায়, তখন বোলারদের জন্য কিছুই করার থাকে না। অনেকে বলে ঘাম ব্যবহার করেছেন থুতুর নিষেধাজ্ঞার পরে। কিন্তু ঘাম অনেক সময় কাজ করে না, কারণ আপনি ঘাম নিয়ন্ত্রণ করতে পারেন না।"

তার মতে ঘামের ব্যবহারে বল নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যায়, হাত থেকে অনেক সময় ছুটে যায় বল।

এবার আইপিএল শুরুর আগে মুম্বাই-এ সব দলের অধিনায়কেরা এক বৈঠকে বলে থুতু ব্যবহারের অনুমোদনের বিষয়ে একমত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের টুর্নামেন্ট কমিটি।

২. দ্বিতীয় ইনিংসে দশ ওভারের পর নতুন বল
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে অনেক মাঠেই শিশির একটা বড় প্রভাবক। যে কারণে সমান শক্তির দুই দল মুখোমুখি হলে কে আগে ব্যাট করবে কে পরে- সেখানেই খেলার ফলাফল অনেকে নিশ্চিত হয়ে যান।

যেমন শিশির বেশি থাকলে পরে ব্যাট করা দল সুবিধা পাবেই। কারণ বোলারদের বল গ্রিপ করতে যেমন সমস্যা হয়, একইভাবে ফিল্ডারদের জন্য বল ধরাও কঠিন হয়ে যায়।

তাই এবারের আইপিএলে এসেছে নতুন নিয়ম যেখানে দ্বিতীয় ইনিংসে বল করা দল দশ ওভারের পর একবার বল বদল করার আবেদন করতে পারবে আম্পায়ারের কাছে। আম্পায়ার পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয় বলের জন্য অনুমোদন দেবেন।

এই সুবিধা নেয়া যাবে শুধু রাতের ম্যাচগুলোয়। বিকেলের ম্যাচে শিশিরের সমস্যা না থাকার কারণে এই নতুন নিয়ম কার্যকর হবে না।

নতুন করে নেয়া বলে শুরু থেকে ব্যবহৃত বলের মতোই ছেড়াফাটা থাকতে পারে, তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণ আম্পায়ারের।

অর্থাৎ বোলিং দল বল নেয়ার আবেদন করতে পারলেও বল বেছে নেয়ার ক্ষেত্রে তাদের কোনো অধিকার থাকবে না।

তবে ইএসপিএন ক্রিকইনফো বলছে, এটায় বোলিং দলের একটা নেতিবাচক দিকও আছে। যেমন নতুন করে মাঠে কার্যকর বলটা আগের বলের চেয়ে একটু শক্ত হবে যা সহজে ব্যাটে এসে রান করা সহজ করে দিতে পারে।

দলগুলো এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে। কারণ এর আগে শিশির অনেক ম্যাচের ফলাফলেই বেশ ভালো নিয়ামক হিসেবে কাজ করেছে।

বর্তমান চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের স্পিনার ভারুণ চক্রবর্তী বলেছেন, ম্যাচের মাঝে ভিজে যাওয়া বল বদল করা গেলে ভালোই সুবিধা পাবেন স্পিনাররা।

৩. ওয়াইড নির্ণয় করতে হক-আই ক্যামেরার ব্যবহার
টি-টোয়েন্টি ক্রিকেট বা সীমিত ওভারের খেলায় এক রান অনেক বড় ব্যাপার। অনেক ম্যাচের ফলাফল এক রান বা এক বলের ব্যবধানে বদলে যায়।

তাই প্রতিটি ওয়াইড বল এবারে নিশ্চিত করা হবে হক-আই ক্যামেরা ব্যবহার করে।

হক-আই একটা থ্রিডি প্রযুক্তি যা বলের গতিবিধি নির্ণয় ও অনুমান করতে পারে। হক-আই প্রযুক্তিতে ছয়টির বেশি ক্যামেরা ব্যবহার করা হয়। এটা বলের গতিপথের একটা ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে।

এবারের আইপিএলে এমন সূক্ষ্ম সিদ্ধান্ত নিতে হক-আই ব্যবহার করা হবে।

এর আগে ২০২৪ সালের আইপিএলে কোমরের ওপরের নো বল পরিমাপের জন্য হক আই ব্যবহৃত হয়েছিল। এবারে তা হবে মাথার ওপরের ওয়াইড বল ও অফ সাইডে ওয়াইড বল হয়েছে কি না সেটা দেখার জন্য।

২০২৪ সাল থেকেই আইপিএলে আছে স্মার্ট রিপ্লে সিস্টেম, যেখানে থার্ড আম্পায়ার ও হক-আই সিস্টেম একই কক্ষে থাকে যাতে আম্পায়ার দ্রুততার সাথে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।

শুধু ওয়াইড বা আউট না, এই ক্যামেরার মাধ্যমে বাউন্ডারি লাইনে ছক্কা হয়েছে কি না, বোলার বল ছাড়ার আগে নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার ক্রিজ ছেড়েছেন কি না এসবও দেখা হয়।

এসব নিয়ম-কানুন ছাড়া আরও বেশ কিছু ব্যাপার নতুন হচ্ছে আইপিএলে। যেমন পাঁচ দলের নতুন পাঁচ অধিনায়ক।

২০২৪ সালে কলকাতার চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবারে পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব করবেন, কলকাতার অধিনায়ক এবারে আজিঙ্কা রাহানে।

ঋষভ পন্ত এবারের টুর্নামেন্টে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক, দিল্লি কাপিটালসের নেতৃত্ব দেবেন আকসার প্যাটেল, এছাড়া ভারতের হয়ে এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা রজত পাতিদার এবারের আইপিএলে ভিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন।

তাছাড়া স্লো ওভার রেটের কারণে নিষেধাজ্ঞা পাওয়া হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে অধিনায়কত্ব করতে পারবেন না। মুম্বাইয়ের অধিনায়কত্ব করবেন ভারতের নিয়মিত টি২০ অধিনায়ক সুরিয়াকুমার যাদব।

দল বদলও হয়েছে বেশ কিছু। যেমন লোকেশ রাহুল এবারের আসরে খেলবেন দিল্লি কাপিটালসের হয়ে। আশ্বিন চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন। সিরাজ যোগ দিয়েছেন গুজরাট টাইটান্সে।

এবারের আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার ডাক পাননি। সূত্র: বিবিসি

দৈনিক সরোবর/ইএইচপি